• December 3, 2024, 10:43 pm
সংবাদ শিরোনাম
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বন্ধুত্ব চায় ভারত: রাষ্ট্রদূত প্রণয় ভার্মা ইলিয়াস আলীকে কে’কারা’কেন  হ/ত্যা করেছেন, জানালেন সাবেক সেনা কর্মকর্তা স্ত্রীর করা অভিযোগ তুলে নিতে এসআইয়ের হুমকি মোতায়াল্লীর ব্যক্তিগত কাজ না করায় চাকরি গেল ইমামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৯৭ সদস্য বিশিষ্ট কুমিল্লা জেলার কমিটি ঘোষণা কাদের সঙ্গে জোট করবে জানালেন জামায়াত সেক্রেটারি স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলে দিন ব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় জননিরাপত্তায় গাজীপুরে সিসি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান জিসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ টঙ্গীর দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি জাহাঙ্গীর সম্পাদক বকুল গাজীপুরে আল হেরা কিড্স হ্যাভেনে মোয়াল্লেম প্রশিক্ষণ কোর্স সমাপনী ও ভর্তি কার্যক্রম শুরু নতুন নির্বাচন কমিশন পেল দেশ, শপথ রোববার দুপুরে আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন জনাব বাহারুল আলম প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে ৬ সদস্যের কমিটি গঠন আয়ারল্যান্ড সিরিজের নারী দল ঘোষণা গাজীপুর পূবাইলে তুলার গুদামে আগুন ৩০ গুদাম পুড়ে ছাই প্রধান উপদেষ্টার তহবিল থেকে ঋণ দেওয়ার নামে টাকা উত্তোলন গ্রেপ্তার চার আজিমপুরে ডাকাতির পর শিশু অপহরণ করে নিয়ে গেছে ডাকাতদল পর্তুগালে বিশ্বের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট-২০২৪ শুরু

সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!

সংবাদদাতা 180 দেখেছেন
বৃহস্পতিবার, এপ্রিল ২৬, ২০১৮

সিগারেটের পেছনে মাসে কারো কারো হাজার হাজার টাকা ব্যয় হয়। জানেন কি এই সিগারেট কি থেকে তৈরি হয়? হ্যাঁ, অবশ্যই তামাক পাতা সুন্দর করে কেটে পরিশোধন করার পর তার সঙ্গে আনুষঙ্গিক কয়েকটি উপাদান মিশিয়ে কাগজে মোড়ানো সিলিন্ডারের ভেতর পুরে সিগারেট তৈরি করা হয়।

তবে সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে, সিগারেটের মুল উপাদান গুলির একটি ইঁদুরের বিষ্ঠা। অবাক হওয়ার কিছুই নেই। কারণ সম্প্রতি অপর একটি গবেষণায় জানানো হয়েছে, পৃথিবী বিখ্যাত আইভরি কফি তৈরি নাকি তৈরি হয় হাতির বিষ্ঠা থেকে। যেমনটি ভারতে কফি তৈরি হয় বিড়ালের মল থেকে!

যাই হোক এসব তাও মেনে নেওয়া যায়। কিন্তু পরবর্তী যে তথ্যটি একেবারেই ঘৃন্যকর, সেটি হল সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয় শূকরের রক্ত। নেদারল্যান্ডস এর এক গবেষণায় দেখা গেছে- ১৮৫টি সিগারেট উৎপাদনকারী কারখানায় ব্যবহার করা হয় শূকরের রক্ত। কারণ সিগারেটের ফিল্টারে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন ব্যবহার করা হয়।

নেদারল্যান্ডসের ওই গবেষণায় আরও দেখা গেছে, শূকরের রক্ত থেকে হিমোগ্লোবিন নিয়ে তা সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয়। গ্রিসের একটি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান শূকরের হিমোগ্লোবিন ব্যবহারের বিষয়টি স্বীকারও করেছে। তারও আগে জানা গিয়েছিল, সস্তা সিগারেটের মধ্যে অ্যাজবেস্টস এবং মৃত মাছিও থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা