আজ
|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভারতীয় সংবাদমাধ্যমে যা বললেন শাকিব খান
প্রকাশের তারিখঃ ২৯ জুন, ২০২৪
বিনোদন অনলাইন ডেক্স:
এবারের কোরবানির ঈদে শাকিব অভিনীত সিনেমা ‘তুফান’ দর্শক পছন্দের শীর্ষে রয়েছে। দেশে সাফল্যের পর আজ শুক্রবার (২৮ জুন) আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তা পাচ্ছে ‘তুফান’। এ সাফল্যে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন ঢালিউড কিং।
ঢালিউডে নায়ক হিসেবে একমাত্র শাকিবই টানা তিন বছর ঈদে মুক্তি পাওয়া সিনেমায় সাফল্যের দেখা পেয়েছেন। তাই নায়কের কাছে জানতে চাওয়া হয়, ঢালিউডে সুপারস্টার হওয়ার সুবিধা ও অসুবিধার দিক নিয়ে। এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, শুধু শোবিজে নয়, যেকোনো পেশাতেই বড় পজিশন লিড করার কিছু সুবিধা, অসুবিধা আছে। এটা শুধু সে মানুষটি ও তার আশপাশের মানুষ অনুভব করতে পারেন।
নিজের কাজ সম্পর্কে শাকিব বলেন, আমার কখনও মনে হয় না, আমার কাঁধে সিনেমা ইন্ডাস্ট্রি ভর করে আছে। আমি শুধু মনে করি, যত দিন বাঁচি ভালোবাসার জায়গা থেকে আমার ভক্তদের জন্য কাজ করে যাব।
সাক্ষাৎকারে শাকিব কেন অপ্রতিদ্বন্দ্বী তার কারণ জানতে চাওয়া হয়। উত্তরে শাকিব বলেন, দেখুন, আমি এখানে প্রতিযোগিতা করতে আসিনি। কখনও বিষয়টাকে ওইভাবে দেখিওনি। আমি শুধু আমার কাজটা সঠিকভাবে শেষ করার চেষ্টা করেছি।
নিজের দেশের সিনেমা একদিন গ্লোবালি দেখতে চান শাকিব। নিজের স্বপ্ন নিয়ে শাকিব জানান, এ স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখে চলেছেন। খুব শিগগিরই সেটার বাস্তবায়ন হবে এটাও আশা রাখেন শাকিব।
ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে থাকলেও ব্যক্তি জীবনে নানা কারণে বিতর্কিত হয়েছেন এ অভিনেতা। এ বিষয়ে শাকিবের কাছে কিছু জানতে চাওয়া হলে শাকিব বলেন, কিছু ‘মন্দ মানুষ’ আলোর মাঝেও কালো খোঁজে। আমি কখনও এসবে সময় নষ্ট করি না।
শাকিব আরও বলেন, আমার ধারণা, কোনো বিবেকবান ও জ্ঞানী মানুষ এসবে কেয়ার করেন না। কারণ এগুলো জীবনের মহামূল্যবান সময়গুলো নষ্ট করে। তাই আমি মনে করি, অজ্ঞরা অনেক সময় মহাপণ্ডিতের মতো কথা বলে, যেগুলো আসলে ভিত্তিহীন।
চলতি মাসে কোরবানির ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। নব্বই দশকের এক গ্যাংস্টারের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় শাকিবের সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।
Copyright © 2024 bpnews24. All rights reserved.