অদ্য ০২.০৭.২০২৪ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে নগদ লিমিটেড কর্তৃক ”মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর সম্ভাবনা ও সমসাময়িক চ্যালেঞ্জ ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম (বার) এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ আলম, ডিআইজি, রেলওয়ে পুলিশ। নগদ লিমিটেড কর্তৃক আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশানের বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়। এই ওয়ার্কশপ পুলিশ সদস্যদের ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশানের সক্ষমতা এবং আর্থিক প্রতারণা প্রতিরোধে দক্ষতা বৃদ্ধি করবে মর্মে রিসোর্স পারসন এবং প্রধান অতিথি মহোদয় তাঁদের বক্তব্যে উল্লেখ করেন। পরবর্তীতে কমিশনার মহোদয় অতিথিবৃন্দ কে জিএমপি সাইবার সেন্টার, এলআইসি ও সিসিটিভি মনিটরিং ব্যাবস্থাপনা ঘুরে দেখান। কর্মশালা শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। লেঃ কঃ (অবঃ) জনাব কাওসার শওকত আলী, পরিচালক ও অতিঃ ডিআইজি ( অবঃ) জনাব এম মাহাবুব আলম, অতিরিক্ত পরিচালক, ষ্টেক হোল্ডার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ষ্ট্রেটেজিক রিলেশনস এন্ড এলইএ অপারেশনস ডিভিশন,নগদ লিমিটেড এবং অতিঃ পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ),অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপস ) সহ জিএমপি’র বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন