• November 21, 2024, 3:43 pm
সংবাদ শিরোনাম
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে ৬ সদস্যের কমিটি গঠন আয়ারল্যান্ড সিরিজের নারী দল ঘোষণা গাজীপুর পূবাইলে তুলার গুদামে আগুন ৩০ গুদাম পুড়ে ছাই প্রধান উপদেষ্টার তহবিল থেকে ঋণ দেওয়ার নামে টাকা উত্তোলন গ্রেপ্তার চার আজিমপুরে ডাকাতির পর শিশু অপহরণ করে নিয়ে গেছে ডাকাতদল পর্তুগালে বিশ্বের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট-২০২৪ শুরু শহিদ আবু সাঈদের আত্মত্যাগ ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে: মাহমুদুর রহমান রাজনৈতিক দল “বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)” আত্মপ্রকাশ গাজীপুরে হাজত খানায় বাদী বিবাদীর টাকা লেনদেনে কনস্টেবল বরখাস্ত ঠাকুরগাঁওয়ে সন্ধ্যা নামতেই শুরু অনলাইন জুয়ার আসর গাজীপুরে টিএনজেড অ্যাপারেলসের পরিচালক গ্রেফতার, ২দিনের রিমান্ড মঞ্জুর শ্রীপুরে জামানের পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা জিএমপিতে কমিশনার হিসাবে ড. নাজমুলের যোগদান প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল সংবাদ মাধ্যমের স্বাধীনতার হুমকি : সম্পাদক পরিষদ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির ফল প্রকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা বাগেরহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুজন নিহত নরসিংদীতে ভারতীয় অবৈধ প্রসাধনী সামগ্রী ও বিভিন্ন পণ্য উদ্ধার আটক ১ পোশাক শ্রমিক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ  বাগেরহাটে জয় বাংলা শ্লোগান দিয়ে বিএনপির কর্মসূচীতে হামলা

নান্দাইলে উচ্ছেদ অভিযান ব্যহত হওয়ায় পুনরায় নির্মাণ হচ্ছে অবৈধ স্থাপনা

সংবাদদাতা 33 দেখেছেন
বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক ও জনপথের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ব্যাহত হওয়ায়
পুনরায় নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। এতে করে সরকারের আইন ও প্রশাসনের মান ক্ষুন্ন সহ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেমস্ত সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পুনরায় গড়ে তোলা হচ্ছে অস্থায়ী দোকানপাট।

যেখানে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক ও মহাসড়ক আইন- ২০২১ এর ৯ অনুুচ্ছেদ এর (১১) বা (১২) বিধান লঙ্ঘনের দায়ে অর্থাৎ সরকারি জায়গা অবৈধ দখলের কারণে দখলকারী ও দখলে সহায়তাকারীকে ২ বৎসরের কারাদন্ড
বা অনধিক ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে। উক্ত বিধান থাকা সত্বেও সরজমিন দেখাগেছে, নান্দাইল উপজেলার অন্যতম স্থান নান্দাইল চৌরাস্তা কিশোরগঞ্জ মোড়, নান্দাইল মোড় ও কেন্দুয়া মোড়ে সড়ক ও জনপথের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে দখলকারীরা।

যদিও গত ২৩শে ফেব্রুয়ারি মহাসড়কের যানজট নিরসনে নান্দাইল আসনের সংসদ সদস্য. মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি’র নির্দেশে নান্দাইল উপজেলা প্রশাসন মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেছিলেন। উপজেলার কানরামপুর, নান্দাইল সদর ও নান্দাইল চৌরাস্তায় এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়।

কিন্তু ওই উচ্ছেদ অভিযানটি উপজেলা নির্বাচন সহ একাধিক কারণে ব্যাহত হওয়ায় পরবর্তীতে অবৈধ দখলকারীরা পুনরায় দোকানপাট নির্মাণ করে সরকারি জায়গা দখলে নিয়ে যাচ্ছে। এতে করে মহাসড়কে পুনরায় যানজট সৃষ্টি সহ বিশেষ করে নান্দাইল চৌরাস্তা এলাকায় বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের উপর বাস-ট্রাক সহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়। ফলে যানবাহন চলাচল সহ যাত্রী সাধারণকে নানাবিধ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী ও ব্যক্তি জানান, বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পরবর্তীতে কিছুদিন অতিবাহিত হলেই পুনরায় তা দখল হয়ে যায়। অযথায় প্রশাসন এসে ঢং করে চলে যায়, ফলে ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতির সম্মূখীন হতে হয়।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, শীঘ্রই পুনরায় ০১৬২৩৬০২৩৮৫ উচ্ছেদ অভিযান শুরু হবে। এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা