নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক ও জনপথের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ব্যাহত হওয়ায়
পুনরায় নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। এতে করে সরকারের আইন ও প্রশাসনের মান ক্ষুন্ন সহ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেমস্ত সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পুনরায় গড়ে তোলা হচ্ছে অস্থায়ী দোকানপাট।
যেখানে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক ও মহাসড়ক আইন- ২০২১ এর ৯ অনুুচ্ছেদ এর (১১) বা (১২) বিধান লঙ্ঘনের দায়ে অর্থাৎ সরকারি জায়গা অবৈধ দখলের কারণে দখলকারী ও দখলে সহায়তাকারীকে ২ বৎসরের কারাদন্ড
বা অনধিক ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে। উক্ত বিধান থাকা সত্বেও সরজমিন দেখাগেছে, নান্দাইল উপজেলার অন্যতম স্থান নান্দাইল চৌরাস্তা কিশোরগঞ্জ মোড়, নান্দাইল মোড় ও কেন্দুয়া মোড়ে সড়ক ও জনপথের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে দখলকারীরা।
যদিও গত ২৩শে ফেব্রুয়ারি মহাসড়কের যানজট নিরসনে নান্দাইল আসনের সংসদ সদস্য. মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি’র নির্দেশে নান্দাইল উপজেলা প্রশাসন মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেছিলেন। উপজেলার কানরামপুর, নান্দাইল সদর ও নান্দাইল চৌরাস্তায় এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়।
কিন্তু ওই উচ্ছেদ অভিযানটি উপজেলা নির্বাচন সহ একাধিক কারণে ব্যাহত হওয়ায় পরবর্তীতে অবৈধ দখলকারীরা পুনরায় দোকানপাট নির্মাণ করে সরকারি জায়গা দখলে নিয়ে যাচ্ছে। এতে করে মহাসড়কে পুনরায় যানজট সৃষ্টি সহ বিশেষ করে নান্দাইল চৌরাস্তা এলাকায় বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের উপর বাস-ট্রাক সহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়। ফলে যানবাহন চলাচল সহ যাত্রী সাধারণকে নানাবিধ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী ও ব্যক্তি জানান, বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পরবর্তীতে কিছুদিন অতিবাহিত হলেই পুনরায় তা দখল হয়ে যায়। অযথায় প্রশাসন এসে ঢং করে চলে যায়, ফলে ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতির সম্মূখীন হতে হয়।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, শীঘ্রই পুনরায় ০১৬২৩৬০২৩৮৫ উচ্ছেদ অভিযান শুরু হবে। এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।