কক্সবাজার প্রতিনিধিঃ
শুক্রবার ভোরে উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়া দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেন্জ কর্মকর্তা সমীর জানান। মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় বন্যহাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত ৫০ বছর বয়সী মনির আলম ওই দরিয়ানগর এলাকার কালা মিয়ার ছেলে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হিমছড়ি সংরক্ষিত বনে বেশ কিছু বন্যহাতির বিচরণ রয়েছে। ওই হাতিগুলো মাঝে মধ্যে লোকালয়ে চলে আসে। ভোরের আগে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় আতঙ্কিত লোকজন ঘটনাটি স্থানীয় বনবিভাগকে জানায়। বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হাতিকে তাড়ানোর চেষ্টা করে। এ সময় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি আহত হন।
তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। এরপর বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পর স্থানীয়দের সহায়তায় হাতিটিকে গহীন বনে ফিরিয়ে দেওয়া হয় বলে বনবিভাগের এ কর্মকর্তা জানান।
রেন্জ কর্মকর্তা সমীর বলেন, বড়ছড়া দরিয়ানগর এলাকায় জনবসতি গড়ে ওঠার পর বন্যহাতির আক্রমণে কোন মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়েছে।