অনলাইন ডেস্ক:
ভারতের আসাম রাজ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় বাবা হীরালালের স্কুটারের পেছনে বসে বাড়ি ফিরছিল অবিনাশ। জ্যোতিনগরের কাছে বাবার স্কুটার থেকে ছিটকে বড় ড্রেনে পড়ে গিয়েছিল শিশুটি। চেষ্টা করেও সন্তানকে টেনে তুলতে পারেননি হীরালাল। দিশাহারা হয়ে সারা রাত সন্তানের খোঁজ করেন। । গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় সংবাদ প্রচারিত হলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে বিষয়টি নজরে আসেল শিশুটিকে খোঁজার জন্য নির্দেশ দিয়েছিলেন।
তার পরই তিন দিন ধরে স্নিফার ডগ, সুপার সাকার, এক্সকাভেটর ও উদ্ধারকারীদল শিশুটির খোঁজ চালাচ্ছিল। তার সঙ্গে যোগ দিয়েছিল উদ্ধারকারীদলও। তিন দিন ধরে হন্যে হয়ে খোঁজার পর অবশেষে ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে রাজগড়ে রবিবার আট বছরের সন্তানের দেহ খুঁজে পেলেন মা-বাবা। এরপর শিশুটির দেহ শনাক্ত করেন তার মা-বাবা।
কাঁদতে কাঁদতে হীরালাল বলেন, “ছেলে পড়ে যেতেই আমিও লাফ মেরে ওকে ধরার চেষ্টা করি। ওর হাতটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু ধরতে পারিনি।”