তরুণ সমাজকে বাঁচাতে হলে বাড়াতে হবে খেলাধুলার সংস্কৃতি। খেলাধুলার সংস্কৃতি যত চালু থাকবে ততই সমাজে শিশু কিশোর ও যুবকরা অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে। কারন খেলাধূলায় শরীর মন চাঙ্গা রাখে। পারস্পরিক সহমর্মিতা এবং মানবিক বন্ধন অটুট রাখে। একে অপরের সঙ্গে নানা বিষয়ে মতবিনমিয় এবং সামাজিক পারিবারিক শিক্ষাসহ নানাবিষয়ে ইতিবাচক পর্যালোচনা হয়ে থাকে।
অতিথিবৃন্দ বক্তব্যে আরো বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, বর্তমানে খেলাধূলার সংস্কৃতি দিনদিন হারিয়ে যাচ্ছে। আগে শহরের তুলনায় গ্রামে নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হতো, এখন গ্রামঞ্চলেও সেই সব চিত্র আর চোখে পড়ে না। কিশোর-কিশোরী ও তরুন সমাজ এখন ইন্টারনেটে ঝুকে পড়েছে। ইন্টারনেটে আশক্তি তাদেরকে বিপথে পরিচালিত করছে। মাঠেঘাঠে খেলাধুলা না করে তরুন সমাজ এখন মোবাইল নিয়ে ঘরের কোনেই পড়ে থাকছে। এতে করে তাদের শারিরীক ও মানষিক বৃদ্ধি মারাত্বক ক্ষতি হচ্ছে। তরুন সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশনে থাইংখালী খেলোয়াড় সমিতি’র নতুন কার্য্যালয় শুভ উদ্বোধন কালে বক্তব্যে অতিথিবৃন্দ এ কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থাইংখালী খেলোয়াড় সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব এম,গফুর উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলোয়াড় সমিতি উপদেষ্টা মোজাফফর আহমদ,পালংখালী নাগরিক অধিকার পরিষদ আহ্বায়ক তাহিজুল আকতার জুয়েল,রঙ্গিখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, সিনিয়র শিক্ষক আক্তারুল জলিল,থাইংখালী খেলোয়াড় সমিতির উপদেষ্টা আনোয়ার হোছাইন। বালুখালী শহীদ সৈনিক ইসমাঈল স্মৃতি ক্রীড়া পরিষদের সভাপতি জিয়াউল হক (বাপ্পি) পালংখালী ক্রীড়া উন্নয়ন পরিষদের পরিচালক মোঃ সোহেল, ঘুমধুম ক্রীড়া পরিষদের সভাপতি ছৈয়দুর রহমান (হীরা), ৯৯ ব্যাচ সাধারণ সম্পাদক আলমগীর ফরহাদ মানিক,আবু তাহের (ভুট্টু) উপদেষ্টা থাইংখালী খেলোয়াড় সমিতি,জয়নাল উদ্দিন ব্যবসায়ী জামতলী, আবুল হাসেম ব্যবসায়ী,মোঃ হারুন,জামাল উদ্দিন ব্যবসায়ী, জাহাঙ্গীর ব্যবসায়ী,আব্দুল গফুর (মুন্না) ব্যবসায়ী, হাকিম পাড়ার, খাইরুল বশর ব্যবসায়ী, তারেক রহমান,মোঃ সোহেল, নুরু ছালাম,মোঃ পারভেজ সহ থাইংখালী খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।