যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টায় বাগআঁচড়া দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বন্যাপৃত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে দলটি।
বাগআঁচড়া বিএনপি’র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জামাল উদ্দীন, শার্শা উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবু ও শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কবির হোসেন ও মোনায়েম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বাগআঁচড়া বিএনপির নেতা রুহুল আমিন, আবু তাহের, হোসেন বাবলু, শার্শা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা আরজুসহ সহস্রাধিক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি’র কার্যক্রম প্রকাশ্যে পালন করতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। প্রকাশ্যে বিএনপি’র দলীয় কর্মকান্ডে অংশ নিতে পারায় উজ্জিবিত নেতা-কর্মীরা। যদি কেউ বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অথবা কোন বিএনপি’র নেতাকর্মী চাঁদাবাজী বা কোন নিরীহ মানুষকে হয়রানীসহ কোন ধরনের অপতৎপরতায় জড়িত থাকে তাদেরকে আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহবান জানান বক্তারা।
কর্মসূচিতে বাগআঁচড়ায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদদের স্মরনে দোয়া করা হয়।