টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া সীমান্ত দিয়ে মায়ানমার হতে মাদকের চালান নিয়ে ফেরার পথে ১লাখ ৬০হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে বিজিবি।
সুত্র জানায়, ৮সেপ্টেম্বর ভোররাত সাড়ে ৩টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উনছিপ্রাং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম -১৭ হতে আনুমানিক ৫শ গজ উত্তরদিকে মেজরের ঘের নামক এলাকা দিয়ে মায়ানমার হতে মাদকের একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে উনছিপ্রাং বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহল দল উক্ত স্থানে গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়।
কিছুক্ষণ পর ৫জন ব্যক্তি পানিতে ভেসে কয়েকটি ব্যাগ নিয়ে নাফ নদী পার হয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে লবণ মাঠের দিকে আসতে দেখে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাদেরকে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তারা দূর হতে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে উপজেলার হোয়াইক্যং ইউপির কাঞ্জরপাড়ার নুর হোসেনের পুত্র মোঃ ইরফান (২২) কে গ্রেফতার করতে সক্ষম হলেও অপর চোরাকারবারীদের হাতে থাকা ব্যাগগুলো ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে আটক মাদক চোরাকারবারীর নিকট থাকা এবং পালিয়ে যাওয়া চোরকারবারীদের ফেলে যাওয়া ৪টি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ১লাখ ৬০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, আটক আসামীকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।