আজ
|| ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাংলালিংককে মেয়াদবিহীন প্যাকেজ চালু করতে বললেন উপদেষ্টা নাহিদ
প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪
আজ বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে উপদেষ্টার সঙ্গে বাংলালিংক প্রতিনিধিদলের সাক্ষাতের সময় উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের চাহিদার পরিপ্রেক্ষিতে ইন্টারনেটের মূল্য কমানোর পাশাপাশি সব মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে।
জনগণের চাহিদার কথা বিবেচনা করে বাংলালিংক প্রতিনিধিদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করতে বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।
ভেওন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কান টার্জিওগ্লু বাংলাদেশে সিম কার্ডের শুল্ক কমানোর কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, শুল্কের সঙ্গে অর্থ মন্ত্রণালয় জড়িত, তাই এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। বাংলালিংকের চিফ লিগ্যাল অফিসার জাহারাত আদিব চৌধুরী জনপ্রিয় অ্যাপ টফির ব্যবহারে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা জানালে উপদেষ্টা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
সাক্ষাৎকালে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক এস, প্রধান করপোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা তাইমুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 bpnews24. All rights reserved.