গাজীপুরের ওয়াকফ এস্টেট কমিটি বাতিল করে মোতায়ল্লীর অন্তবর্তী দায়িত্ব গ্রহন।
গাজীপুরের পূর্ব কমলেশ্বর এলাকার বাইতুল মামুর জামে মসজিদ ও ইসলামীয়া মাদ্রাসা ওয়াকফ্ এস্টেট কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার আগ মুহূর্ত পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন অত্র মোতায়াল্লি মোহাম্মদ আব্দুল্লাহ্ সাগর। মঙ্গলবার ১৫-১০-২০২৪ইং আসরের নামাজের পর এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে সকলের মতামতের ভিত্তিতে মসজিদে বসে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মোতায়াল্লী মোহাম্মদ আব্দুল্লাহ্ সাগর বলেন, সাবেক সাধারণ সম্পাদক ওয়াকফ এস্টেটের বায়তুল মামুর জামে মসজিদ ও ইসলামীয়া মাদ্রাসা বন্ধ করে মাদ্রাসাতুল মদিনা নামে মাদ্রাসা পরিচালনা করা শুরু করেন। ইসলামিয়া মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের তার মাদ্রাসায় নিয়ে যান । এ কারণে সকলের মতামতের ভিত্তিতে মসজিদ কমিটি বাতিল কার হয়েছে।
পূর্বের কমিটির ১৩ মাস মেয়াদ থাকতেই মীর ওসমান গনি কাজল (কাউন্সিল) এর নির্দেশে আঃরশিদ ও মাওলানা ছিদিকুর রহমান, আক্তারুজ্জামান মামুন সহ আরো কয়েকজন মিলে মোতায়াল্লিকে প্রাণ-নাসের ভয় দেখিয়ে সৈয়দ বজলুল রশিদ, আব্দুল রশিদ কমিটি ভেঙে দেয়। ২মাস কমিটি ছাড়া থাকে মসজিদ। পরবর্তীতে দুই বছর মেয়াদী নতুন কমিটি অনুমোদন করার জন্য হাজী মুছা সই করিয়ে নেয়।
বায়তুল মামুর জামে মসজিদ ও ইসলামীয়া মাদ্রাসা ওয়াকফ্ এস্টেটের সাবেক সাধারণ সম্পাদক মাওঃ সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন, আমি কমিটির সাধারণ সম্পাদক, বাকি যতদিন মেয়াদ আছে আমরা বলবৎ থাকবো। তার এই বক্তব্যে মুসল্লিদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয় বলেও জানিয়েছেন মসজিদের ভেতরে থাকা নামাজী মুসল্লিরা।