যশোরের শার্শার কায়বা বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়ে জিওবি-ইউনিসেফ আর্সেনিক মিটিগেশন প্রকল্প ও ইপিআরসি এনজিও সংস্থার উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে স্কুল ও কমিউনিটি পর্যায়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জিওবি-ইউনিসেফ আর্সেনিক মিটিগেশন প্রকল্প ও ইপিআরসি এনজিও সংস্থার উদ্যোগে যৌথ আয়োজনে এ“বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়।
সোমবার (২১ অক্টোবর) সকালে এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ এর নেতৃত্বে কায়বা বাইকোলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে কায়বা-বায়কোলা গ্রামের রাস্তা ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি পূনরায় স্কুল চত্ত্বরে এসে শেষ হয়।
পরে এ বিষয়ে উক্ত বিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে হাত ধোয়া প্রদর্শন করা হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা হাতধোয়া প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন।
শ্রেণিকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ আবু জাফর, ইপিআরসি এনজিওর এরিয়া ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, ডকুমেন্টশন এন্ড মনিটরিং অফিসার মোঃ রাশিদুল আলম,ইউনিয়ন সুপার ভাইজার, মেরিয়ান সরকার,ওয়াশ মটিভেটর,বিদ্যালয় ছাত্র-ছাত্রী সহ অনেকেই।
কায়বা বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ আলোচনায় নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানা, স্বাস্থ্য অভ্যাসের আহ্বান করেন। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য তিনি এনজিও সংস্থাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।