জ্যেষ্ঠ প্রতিনিধি ঃ
স্বৈরাচার আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে আমার বাসভবনে জায়গায় নেয় বলে মন্তব্য করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার।
তিনি বলেন, আগস্ট মাস আওয়ামী লীগের মাস। এই আগস্ট মাসে আওয়ামী লীগ পালিয়েছে। ১৫ বছরে এই আওয়ামী লীগ সরকার আমাদের বিএনপি অনেক নেতা কর্মীদের মিথ্যা মামলা ও হত্যা করেছেন। আইন অনুযায়ী তাদের বিচার করা হবে। আমরা তাদের ক্ষতি করবো না কিন্তু তাদের অপকর্মের বিচার করা হবে।
গতকাল (২৮ অক্টোবর) সোমবার বিকালে কলেজগেট সালাহউদ্দিন সরকারের বাসভবনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মিলন মেলা অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি ইসমাইল সিকদার বসুর সভাপতিত্বে ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর টঙ্গী থানার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন খান সফি, সাবেক কাউন্সিল নূর মোহাম্মদ, গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি আক্তারুজ্জান বাবুল, জসিম উদদীন, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী,
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি এম শামীম সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ নেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। এবং কারা নির্যাতিত ৫৭ জন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।