দক্ষ যুব গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিবাদ্যে সামনে রেখে, তানোর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর তানোর, রাজশাহীর আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৪ ইং উপলক্ষে যুব রেলী, শপথ পাঠ, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।
আজ ১- নভেম্বর রোজ (শুক্রবার) সকাল ১০-০০ মিনিটে তানোর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় অডিটরিয়মে যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস আলীর সভাপতিত্বে, (দক্ষ যুব গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ) এই প্রতিবাদ্যে, তানোর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর তানোর, রাজশাহীর আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৪ ইং উপলক্ষে যুব রেলী, শপথ পাঠ, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়। জাতীয় যুব দিবস-২০২৪ ইং উপলক্ষে যুব র্যালি উপজেলা চত্বরে প্রদক্ষিত করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা -আবু সাইদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোনালী আক্তার, কলমা ইউপি (দরগাডাঙ্গা- তরুন যুব উন্নয়ন সংস্থার) সভাপতি সানাউল্লাহ স্বপন ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মেজবাউল, জাকির হোসেন টুটুল, প্রশিক্ষিত (রাজাবাড়ি হাট যুব প্রশিক্ষণ কেন্দ্র) সহ অন্যান ইউনেটের সভাপতি- সাধরাণ সম্পাদক প্রমুখ।
যুব উন্নয়ন অধিদপ্তর তানোর, রাজশাহী কর্তৃক, হাঁস, মুরগি, গবাদি পশু পালন, মৎস্য চাষ ও ইনপ্যাক্ট কর্তৃক প্রশিক্ষিত বায়োগ্যাস প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষনার্থীদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। প্রশিক্ষিতদের শপথ বাক্য পাঠ করান, সবুজ রানা (প্রকৌশলী) যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহী।