সানাউল্লাহ স্বপন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
দক্ষ যুব গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিবাদ্যে সামনে রেখে, তানোর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর তানোর, রাজশাহীর আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৪ ইং উপলক্ষে যুব রেলী, শপথ পাঠ, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।
আজ ১- নভেম্বর রোজ (শুক্রবার) সকাল ১০-০০ মিনিটে তানোর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় অডিটরিয়মে যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস আলীর সভাপতিত্বে, (দক্ষ যুব গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ) এই প্রতিবাদ্যে, তানোর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর তানোর, রাজশাহীর আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৪ ইং উপলক্ষে যুব রেলী, শপথ পাঠ, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়।
জাতীয় যুব দিবস-২০২৪ ইং উপলক্ষে যুব র্যালি উপজেলা চত্বরে প্রদক্ষিত করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনহাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তানোর রাজশাহী। উপস্থিত ছিলেন সহ-কারি যুব উন্নয়ন কর্মকর্তা -আবু সাইদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোনালী আক্তার।
যুব উন্নয়ন অধিদপ্তর তানোর, রাজশাহী কর্তৃক, হাঁস, মুরগি, গবাদি পশু পালন, মৎস্য চাষ ও ইনপ্যাক্ট কর্তৃক প্রশিক্ষিত বায়োগ্যাস প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষনার্থীদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
প্রশিক্ষিতদের শপথ বাক্য পাঠ করান, সবুজ রানা (প্রকৌশলী) যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহী।
এসময় আরো উপস্থিত ছিলেন, কলমা ইউপি (দরগাডাঙ্গা- তরুন যুব উন্নয়ন সংস্থার) সভাপতি সানাউল্লাহ স্বপন ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মেজবাউল, জাকির হোসেন টুটুল, প্রশিক্ষিত (রাজাবাড়ি হাট যুব প্রশিক্ষণ কেন্দ্র) সহ অন্যান ইউনেটের সভাপতি- সাধরাণ সম্পাদক প্রমুখ।