আজ
|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাগেরহাটে ইউনিয়ন বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
প্রকাশের তারিখঃ ৫ নভেম্বর, ২০২৪
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর মধ্যেপাড়া জামে মসজিদের কাছে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
বিএনপি নেতার মোটরসাইকেলে থাকা কামাল তারফদার গুলিতে আহত হন। পরে বাগেরহাটের পুলিশ সুপার ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে পুলিশ।
নিহত সজীব তরফদার (৪৫) বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছিল বলে জানা গেছে। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। সজীব তরফদার ডেমা গ্রামের সিদ্দিক তরফদারের ছেলে।
আহত কামাল তরফদারকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে সজীব তরফদার মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি মির্জাপুর মধ্যেপাড়া জামে মসজিদের কাছে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এর পর সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে সজীবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ আরো জানান, হত্যাকারিদের ধরতে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। তবে তাতক্ষনিক ভাবে হত্যাকান্ডের কারণ জানতে পারেনি পুলিশ।
Copyright © 2024 bpnews24. All rights reserved.