আজ
|| ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর, ২০২৪
মো.জাকারিয়া নরসিংদী প্রতিনিধি ঃ
১৯৭৫ সালের ৭ই নভেম্বর সংঘটিত সিপাহী-জনতা বিপ্লবের স্মরণে পালিত স্মারক এবং ভূতপূর্ব সরকারি ছুটির দিন। কর্নেল (অবঃ) আবু তাহেরের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান জেনারেল খালেদ মোশাররফের ৩ দিনব্যাপি সামরিক অভ্যুত্থানের পতন ঘটায়।
এই বিপ্লবের ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান, এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের আমলে মূলত ৭ই নভেম্বর বাংলাদেশে সরকারি ছুটি হিসেবে পালিত হয়েছে। এরি ধারাবাহিকতায় এখন থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ই নভেম্বর পালিত হবে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় নরসিংদী সদর উপজেলাধীন ভাটপাড়া বাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন পাঁচদোনা ইউনিয় যুবদলের সভাপতি আবুল কালাম গাজী।
পাঁচদোনা ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুবনেতা সাত্তার সরকার শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল হক রাসেল,সিনিয়র সভাপতি মনির হোসেন, বিএনপি নেতা মাসুদ আলাল, থানা যুব নেতা আমজাদ হোসেন, যুব নেতা রিয়াদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল হক সহ ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেনারেল জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।
Copyright © 2024 bpnews24. All rights reserved.