আজ
|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নরসিংদীতে ভারতীয় অবৈধ প্রসাধনী সামগ্রী ও বিভিন্ন পণ্য উদ্ধার আটক ১
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৪
মোঃ জাকারিয়া ঃ
নরসিংদীর রায়পুরায় অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী বোঝাই কাভার্ডভ্যানসহ মো. সাদেক (৪৫) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ সোমবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে কাভার্ডভ্যানসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত মোঃ সাদেক উপজেলার চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মিয়ার ছেলে। তার বাবা পেশায় একজন গাড়ি চালক। পুলিশ সুপার শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রোববার রাতে উপজেলার নারায়পুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে কাভার্ডভ্যানসহ মোঃ সাদেককে আটক করা হয়।
পরে কার্ভাডভ্যানের ভেতর থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।
Copyright © 2024 bpnews24. All rights reserved.