আজ
|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গাজীপুরে টিএনজেড অ্যাপারেলসের পরিচালক গ্রেফতার, ২দিনের রিমান্ড মঞ্জুর
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৪
জ্যেষ্ঠ প্রতিনিধি ঃ
গাজীপুরে টিএনজেড অ্যাপারেলস লি: এর পরিচালককে বুধবার (১৩ নভেম্বর) যুগীতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরে শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা তিনদিন মহাসড়ক অবরোধ-ভাঙচুর করে জনদুর্ভোগ সৃষ্টি ও ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের পরিচালককে গ্রেফতারের পর বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতার ব্যাক্তি টিএনজেড কারখানার পরিচালক হলেন চট্টগ্রাম হালিশহর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো.আব্দুল হালিম (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর বাসন থানার কলম্বিয়া মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়।
এসময় শ্রমিকরা কয়েকটি কারখানা ভাঙচুর করে। এর জেরে ওই গ্রুপের পাঁচটিসহ আশপাশের অন্তত ৩০-৪০টি কারখানা বন্ধ হয়ে যায়। পরে মন্ত্রনালয়ের আশ্বাসে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হয় হলে অবরোধ প্রত্যাহারে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে অন্য কারখানাগুলো চালু হলেও টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের সবক'টি কারখা এখনও বন্ধ রয়েছে বলে জানা গেছে।
জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন বাসন থানার অফিসার ইন-চার্জ (ওসি) রাহেদুল ইসলাম।
Copyright © 2024 bpnews24. All rights reserved.