• December 4, 2024, 1:50 pm
সংবাদ শিরোনাম
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বন্ধুত্ব চায় ভারত: রাষ্ট্রদূত প্রণয় ভার্মা ইলিয়াস আলীকে কে’কারা’কেন  হ/ত্যা করেছেন, জানালেন সাবেক সেনা কর্মকর্তা কাপাসিয়ায় অভিভাবকহীন রায়েদ ইউনিয়ন, ভোগান্তি চরমে স্ত্রীর করা অভিযোগ তুলে নিতে এসআইয়ের হুমকি মোতায়াল্লীর ব্যক্তিগত কাজ না করায় চাকরি গেল ইমামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৯৭ সদস্য বিশিষ্ট কুমিল্লা জেলার কমিটি ঘোষণা কাদের সঙ্গে জোট করবে জানালেন জামায়াত সেক্রেটারি স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলে দিন ব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় জননিরাপত্তায় গাজীপুরে সিসি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান জিসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ টঙ্গীর দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি জাহাঙ্গীর সম্পাদক বকুল গাজীপুরে আল হেরা কিড্স হ্যাভেনে মোয়াল্লেম প্রশিক্ষণ কোর্স সমাপনী ও ভর্তি কার্যক্রম শুরু নতুন নির্বাচন কমিশন পেল দেশ, শপথ রোববার দুপুরে আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন জনাব বাহারুল আলম প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে ৬ সদস্যের কমিটি গঠন আয়ারল্যান্ড সিরিজের নারী দল ঘোষণা গাজীপুর পূবাইলে তুলার গুদামে আগুন ৩০ গুদাম পুড়ে ছাই প্রধান উপদেষ্টার তহবিল থেকে ঋণ দেওয়ার নামে টাকা উত্তোলন গ্রেপ্তার চার আজিমপুরে ডাকাতির পর শিশু অপহরণ করে নিয়ে গেছে ডাকাতদল

টঙ্গীর দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি জাহাঙ্গীর সম্পাদক বকুল

সংবাদদাতা 11 দেখেছেন
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

গাজীপুর জেলার টঙ্গীর ঐতিহ্যবাহী সাব-রেজিস্টি অফিস এর দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন বকুল বিপুল ভোটে নির্বাচিত হয়েছে।

২১ শে নভেম্বর ২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। টঙ্গী বাজার সাব- রেজিস্টি অফিসে সাধারন ভোটারদের আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে বিজয়ী করেন। সভাপতি পদে ১৬১ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম ভেন্ডার নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুরাদ হোসেন বকুল।

এছাড়াও সহ-সভাপতি পদে ১৪৪ ভোট পেয়ে মোঃ জাহাঙ্গীর আলম এবং ১৩৭ ভোট পেয়ে হোসেন আহমেদ নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ১৭৪ ভোট পেয়ে মোঃ জাহিদ হাসান স্বপন ও ১২৫ ভোট পেয়ে মোঃ এনামুল সরকার নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ১১২ ভোট পেয়ে মোঃ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ১৫০ ভোট পেয়ে আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক পদে ১০২ ভোট পেয়ে মোঃ ইব্রাহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১১৯ ভোট পেয়ে মোঃ জাহাঙ্গীর আলম,ধর্ম বিষয়ক সম্পাদক পদে ১০৮ ভোট পেয়ে হাজ্বী মোঃ ওয়াদুদ হোসেন, প্রচার বিষয়ক সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে মোঃ ফারুক হোসেন এবং কার্যকরী সদস্য পদে ১৫৪ ভোট পেয়ে মোঃ আল আমিন মিয়া, ১৩৮ ভোট পেয়ে কে এম নজিবুল্লাহ(জনি) এবং ১৩৫ ভোট পেয়ে মোঃ ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন। এ সময় বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল বিজয়ীদের কে ফুলের মালা দিয়ে বরন করেন সাধারণ সদস্যরা। সাধারণ ভোটার ও প্রার্থীরা জানান অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মোঃ মফিজ উদ্দিন সহ ৬ নির্বাচন কমিশনার জানান নির্বাচনে ২১৬ জন ভোটারের বিপরীতে ২১৪ জন ভোটার ভোট প্রদান করেছে।বিভিন্ন পদে ৩২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

আল-হেরা কিড্স হ্যাভেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা