মহান আল্লাহ তালার রহমতের আশায় এবং প্রয়াত পিতামাতা ও স্বজনের আত্মার মাগফেরাত কামনায় মুসল্লীরা দু হাত তুলেছে প্রভুর কাছে। প্রাণভরে দোয়া করছেন মনের আশা পুরন করতে। অনেকেই আবার মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় অঝোরে কাদছেন আল্লাহ তালার দরবারে।
দৃশ্যটি খাজা গরীবে নেওয়াজ ওরস কমিটি, ফতুল্লা থানা শাখা আয়োজিত ৪ র্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোনাজাতের। এই মাহফিলটি ফতুল্লার কাশীপুরের হোসাইনীনগরের মোল্লার মাঠে ২৬ ডিসেম্বর শুক্রবার বাদ এশা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও খাজা গরীবে নেওয়াজ ওরস কমিটির সভাপতি শিকদার বাপ্পী চিশতী।
ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও ফরাজীকান্দা সালেহিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান মোল্লা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ওরস কমিটির অন্যান্য নেতৃবৃন্দ অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহন করেন। মাহফিলটি যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সে লক্ষে ওরস কমিটির সদস্যরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে। ওরস কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলটির সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী কাজী সালাউদ্দিন বিদ্যুত।
কাশীপুরের বিভিন্ন এলাকা ও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লা থেকে প্রচন্ড শীতকে উপেক্ষা করে ঐদিন বিকেল থেকেই মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী শত শত মুসল্লী জড়ো হয় মাহফিলের ময়দানে। এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ দ্বীনি বয়ান পেশ করেন ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হাফেজ মোঃ বোরহানউদ্দিন সালেহী।
মাগরিবের পরপর শুরু হওয়া এই মাহফিলে বিশেষ বক্তা হিসেবে কোরআনের আলেকে হাদাীস ও কোরআনের আলোকে আলোচনা করেন মুফতি নাইমুর রহমান হোসাইনি, মুফতি আবু বক্কর সিদ্দিকী, কারী ওবায়দুল্লাহ আশরাফী, মাওলানা আমিনুল ইসলাম।
এই ওয়াজ ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে হোসাইনী নগরের রাস্তার দুধারে ছোট ছোট খাবার ও খেলনার দোকান, ইসলামী বই ও সামগ্রী বিক্রির দোকান বসে, মোটকথা দিনভর উৎসবের আমেজ বিরাজ করছিলো ঐ এলাকায়।




















