নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন জোট। এ আসনে জোট প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই নাম প্রকাশ করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।
এ সময় জানানো হয়, নারায়ণগঞ্জ-৪ আসনসহ মোট চারটি সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছাড় দিয়ে জোট প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসেন কাসেমীকে মনোনীত করা হয়।
এর আগে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলেও নারায়ণগঞ্জ-৪ আসনটি নিয়ে ছিল ব্যাপক আলোচনা ও কৌতূহল। অবশেষে জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে প্রার্থী হিসেবে মুফতি মনির হোসেন কাসেমীর নাম ঘোষণা করা হলো।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও নারায়ণগঞ্জ-৪ আসনে জোট প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছাড় দিয়ে মুফতি মনির হোসেন কাসেমীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। ওই নির্বাচনে তিনি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী এ কে এম শামীম ওসমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
জোটের নতুন এই ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী মাঠে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

















