নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ এর জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ই ডিসেম্বর (শুক্রবার) বাদ জুমা আলীরটেক সরকারবাড়ী জামে মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার হাফেজ আতাউল হক সরকার।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্থানীয় ব্যক্তিত্ব আনোয়ার হোসেন সরকার, আলী হোসেন সরকার, অদুদ সরকার, খোকন সরকার, শাহীন সরকারসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
জানা গেছে, মাসুদুজ্জামান মাসুদ নিয়মিতভাবে আলীর টেক মাদ্রাসায় প্রতি মাসে ২০ হাজার টাকা করে সহযোগিতা দিয়ে থাকেন। পাশাপাশি মাদ্রাসার উন্নয়নকাজে তিনি এর আগে ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। তাঁর এ সহযোগিতায় স্থানীয়দের মধ্যে সন্তুষ্টি প্রকাশ পায় দোয়া মাহফিলে অংশগ্রহণকারীদের মধ্যে।
এলাকাবাসী মাসুদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর সকল কর্মকাণ্ডে সফলতা কামনা করেন।


















