নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তন করা হয়েছে। শিল্পপতি মাসুদুজ্জামানের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার চার দিন পর এই আসনে নতুন প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। নতুন মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন মহানগর বিএনপির সদস্য শাহীন আহমেদ। তিনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এডভোকেট সাখাওয়াত হোসেন খানই নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী।
মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ১৯ ডিসেম্বর রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিনন্দনমূলক পোস্ট দিতে শুরু করেন। বেশিরভাগ পোস্টেই লেখা হয়—
“আলহামদুলিল্লাহ, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী এডভোকেট সাখাওয়াত হোসেন খান।”
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে শিল্পপতি মাসুদুজ্জামান নির্বাচন না করার ঘোষণা দেন। যদিও পরে ১৯ ডিসেম্বর নেতাকর্মীদের চাপে আবারও নির্বাচনে থাকার ঘোষণা দেন তিনি। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বিএনপি এডভোকেট সাখাওয়াত হোসেন খানকেই এই আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।


















