ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার (১০ তারিখ) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার (৯ তারিখ) শতবর্ষ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজার নতুন রাস্তা, চানমারী, চাষাড়া গোলচত্বর হয়ে খানপুর হাসপাতাল সড়ক ধরে হাজীগঞ্জ দুর্গে গিয়ে শেষ হয়। র্যালিতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
শতবর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে স্মৃতিচারণা ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তারা। উৎসবমুখর পরিবেশে চারপাশে ছড়িয়ে পড়ে এক আনন্দঘন আবহ।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে তারা ভবিষ্যতেও কাজ করে যাবেন। শতবর্ষ উদযাপনের এই আয়োজন বিদ্যালয়ের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



















