নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়বাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক দেশের আলোর সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি গতকাল দুপুরে আকস্মিক হার্ট স্ট্রোক করে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
আনিসুল ইসলাম সানির অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, বিএনপি কেন্দ্রীয় কমিটির গণঅভ্যুত্থানঃ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)- কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব। এক বিবৃতিতে তিনি আনিসুল ইসলাম সানির দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সকলের কাছেও তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।


















