নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুক্তারকান্দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। মাহফিলে দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং দোয়া শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিসাসের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জিসাসের সভাপতি আবদুল মজিদ প্রান্তিক।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নেকবর বেপারী।
অনুষ্ঠান পরিচালনা করেন আলীরটেক ইউনিয়ন বিএনপি ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাজী নজরুল ইসলাম।
মোনাজাত পরিচালনা করেন মুক্তারকান্দি মাদ্রাসার মোহতামিম জমির উদ্দিন ফারুকী।
এছাড়াও উপস্থিত ছিলেন—
সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম প্রান্তিক, পঞ্চায়েত প্রধান হাজী জয়নাল আবেদীন, সমাজসেবক হাজী আফজাল হোসেন লিটন, যুবদল নেতা আব্দুস সালাম বিপ্লব, স্থানীয় নেতা আবদুল রহমান মৃধা, হাসমত আলী, হুমায়ুন কবির স্বপন, রতন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।



















