নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিবেশবাদী সংগঠক এটিএম কামালের মা, নারী নেত্রী শাহানা খানম চৌধুরী (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্র জানায়, ৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে তিনি শহরের মিশনপাড়া এলাকার সোনারগাঁও ভবনে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এবং বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
জানা গেছে, শাহানা খানম চৌধুরী এক সময় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন এবং দলটির দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বেশ কয়েক বছর আগে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান তিনি। ওই সময় খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে তার খোঁজখবর নেন বলে জানা গেছে।
শাহানা খানম চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া রাজনৈতিক আদর্শের প্রতি আস্থাশীল ছিলেন। তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, নারায়ণগঞ্জ সিটি মহিলা দলের সভানেত্রী এবং নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি মহিলা ত্রাণ সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন।
এছাড়া মিশনপাড়া পঞ্চায়েতসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।



















