নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জিসাসের নেতৃবৃন্দ।
রোববার (১১ জানুয়ারি) বন্দর থানায় অবস্থিত নির্বাচনী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিসাসের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি আব্দুল মজিদ প্রান্তিক, জেলা জিসাসের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আলামিন, সাংগঠনিক সম্পাদক বাহাদিন সরকার, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন এবং সদস্য সফর আলী ও মোশারফ হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন এবং নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এডভোকেট আবুল কালাম উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের সহযোগিতা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


















