নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে রওনা দিচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি অদূর ভবিষ্যতে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ৭ তারিখ দেশে ফিরে আসবেন। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য দোয়া করবেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনেরা।
তার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে নেতাকর্মীরা তার সুস্বাস্থ্য ও নিরাপদ সফর কামনা করেছেন।




















