বাংলাদেশের ১ম প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরন করলো নারায়ণগঞ্জের দলিল লিখক ও তল্লাশীকারকরা। সদ্য প্রয়াত এই নেত্রীর রুহের মাগফেরাত কামনায় প্রানভরে দোয়াও করেন তারা।
৮ জানুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর জেলা রেজিষ্ট্রেশন কমপ্লেক্সে বিএনপি চেয়ারপারসনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করে নারায়ণগঞ্জ সদর দলিল লিখক সমিতি ও জেলা তল্লাশী কারক সমিতির নেতৃবৃন্দ।
দোয়ার পুর্বে দলিল লিখক ও তল্লাশিকারকদের পক্ষে মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ও দলিল লিখক মোফাজ্জল হোসেন আনোয়ার বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নেত্রী নয়, তিনি ছিলেন বিশ্ব নেত্রী। শুধু দেশেই নয়, তার জনপ্রিয়তা বিশ্বব্যাপী সমাদৃত ছিলো। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো।
সংক্ষিপ্ত বক্তব্য পর্ব শেষে দোয়া অনুষ্ঠিত হয়, এতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক দলিল লিখক ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও দলিল লিখক তপু ভুইয়া, তল্লাশীকারক রাজু মৃধাসহ সদর থানা দলিল লিখক সমিতি ও জেলা তল্লাশীকারক সমিতির সকল সদস্য এবং স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।
দোয়া শেষে উপস্থিত সকলের জন্য তবারকের ব্যবস্থা করে দলিল লিখক ও তল্লাশীকারক সমিতির সদস্যরা।


















