জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের মানুষের আশা–আকাঙ্খার প্রতীক। আজ তিনি অসুস্থ। সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া করা আমাদের সবার দায়িত্ব। আমি আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি- যেনো আরো কয়েকটি বছর বেঁচে থাকেন।
শনিবার বিকেলে কুতুবপুর ইউনিয়ন কাসেমী পরিষদের উদ্যোগে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেলপাড়া এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ফেরদৌসুর রহমান, মুফতি হারুনুর রশিদ, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল সাত্তার, যুবদল নেতা মোশারফ হোসেন সহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মনির কাসেমী আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সংকটময় মুহূর্তে বারবার জনগণের পাশে দাঁড়িয়েছেন। তাকে বুলেটের আঘাতে হ’ত্যা করা হয়েছে, তার আরেক ছেলেকে নির্মমভাবে নি’র্যাতন করে হ’ত্যা করা হয়। তারেক রহমানও অমানবিক অ’ত্যাচারের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন— এসব দেশের জনগণ জানেন।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে এমন কোনো অপশক্তি নেই যারা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে আসতে বাধা দিতে পারবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাকে বরণ করতে প্রস্তুত।
ফ্যা’সিবাদী শাসনের সমালোচনা করে কাসেমী বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ তাদের কর্তৃত্ববাদী আচরণ দেখিয়েছে। আগামী দিনে জনগণই সিদ্ধান্ত নেবে, বাংলাদেশে কী ধরনের রাজনীতি চলবে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এমন প্রার্থীকে নির্বাচিত করুন, যিনি আপনাদের জন্য কাজ করবেন— এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। আমি হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান দেখি না; আমরা সবাই বাঙালি— এটাই বড় পরিচয়।
শেষে মুফতি মনির হোসেন কাসেমী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘ হায়াত ও দেশের শান্তি–সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন।



















