বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত স্মার্ট ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানটির উদ্যোগ নেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি নেতা মাসুদুজ্জামান।
তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান সমাবেশস্থল ৩৬ জুলাই এক্সপ্রেস (৩০০ ফিট রাস্তা) এলাকা ও এর আশপাশের বিস্তৃত অংশে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। সারাদেশ থেকে আগত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করা হয় এ সময়।
আয়োজকরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন ইউনিট, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে সফলভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়।



















