আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুইটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়েও মনোনয়নপত্র দাখিল করেননি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত তিনি জেলা প্রশাসক কার্যালয়ে কোনো মনোনয়ন জমা দেননি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।
দুই দল থেকে মনোনয়ন পাওয়া সত্ত্বেও কেন খোকা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি, তা নিয়ে সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। তবে লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।




















