দৈনিক বর্তমান দেশ বাংলা নিউজ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা ও সাংবাদিকদের ওপর মারধরের ঘটনা ঘটেছে।
অদ্য রোববার (৫ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন গ্রীন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত দৈনিক বর্তমান দেশ বাংলা নিউজ কার্যালয়ের পাশে এএম ডিজিটাল সাইন প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, এএম ডিজিটাল সাইনের মালিক মোঃ মামুন মোল্লার সঙ্গে পাশের একটি দোকানের বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে (1) জহির, তার ছোট ভাই (2) জুম্মান ও (3) ভাতিজা (নাম পরিচয় অজ্ঞাত) এর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মামুন মোল্লার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে।
এ ঘটনা দেখে দৈনিক বর্তমান দেশ বাংলা নিউজ এর সহ সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে ঐ সময় অভিযুক্তরা আরও ১০–১৫ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে পত্রিকা অফিসে ঢুকে হামলা চালায়।
হামলায় সহ-সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূঁইয়া ও অফিসের ক্রসপন্ডেন্ট দীপ্ত দাস গুরুতর আহত হন। একপর্যায়ে জাহিদ লাথি মারলে ক্রসপন্ডেন্ট দীপ্ত দাসের মুখে গুরুতর আঘাত লাগে এবং তার চারটি দাঁত ভেঙে পড়ে যায়।
এ সময় সন্ত্রাসীরা অফিসের কাচ ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত সহ-সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূঁইয়া ও ক্রসপন্ডেন্ট দীপ্ত দাসকে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়, পত্রিকা অফিসে হামলা সংক্রান্ত মামলার প্রস্তুতি চলছে।


















