নারায়ণগঞ্জের আলোচিত ও সমালোচিত বিএনপি নেতা জাকির খানের জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর থানায় জিডিটি দায়ের করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, জাকির খানের মা বাদী হয়ে এই জিডি করেছেন। জিডিতে তার ছেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করা হয়েছে।
উল্লেখ্য, একই দিন দুপুরে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান নিরাপত্তাজনিত কারণ ও পরিবারের আপত্তির কথা উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।



















