নিজস্ব প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ২০২৫- উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ জেলার শহীদ মুক্তিযোদ্ধার পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহবায়ক ও বিএনপি’র সাবেক সং সদস্য (নাঃগঞ্জ ০৪) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবীর সহ জেলা প্রশাসকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর হোসেন মোল্লা সহ মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী যারা তাদেরই দায়িত্ব মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংকলন ও সংরক্ষণ করা এবং সেটি বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরা।



















