আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনয়ন রাজনীতি নতুন করে আলোচনায় এসেছে। তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলা কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক সাবেক ও বর্তমান নেতাকর্মী। তাঁদের উপস্থিতিতে আড়াইহাজারের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়ে।
উল্লেখ্য, এ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নাম আগেই ঘোষণা করা হয়েছে এবং তিনি ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে দলীয় সিদ্ধান্তের পর থেকেই সাবেক এমপি আঙ্গুর তাঁকে পরিবর্তনের দাবিতে মাঠে সক্রিয় হন। এরই ধারাবাহিকতায় তিনি সমর্থকদের নিয়ে মশাল মিছিল, বিক্ষোভ সভা ও সমাবেশে অংশ নেন।
মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে আড়াইহাজারে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।


















