নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি এ্যাডভোকেট আবুল কালামকে ফুলেল অভ্যর্থণা জানিয়েছে বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহেল প্রধানের নেতৃত্বে (৬ জানুয়ারী) মঙ্গলবার রাতে বন্দরের নবীগঞ্জ লতিফ হাজীর মোড়স্থ নির্বাচনী কার্যালয়ে গিয়ে তারা এ অভ্যর্থণা জানান। ব্যস্ততার কারণে সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন তার সুযোগ্য পুত্র মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা। সোহেল প্রধানের সঙ্গে ফুলেল অভ্যর্থণা পর্বে অংশ নেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: দেলোয়ার হোসেন, মোঃ লিমন, মোঃ নাজমুল হুদা নোবেল, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সুমন আহমেদ, মুসাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ টুটুল ইসলাম, মোঃ মোবারক হোসেন, ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ পারভেজ সহ বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।




















