আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ইসলামী ও সমমনা ১১দলের অন্যতম শরিক দল খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ১১ দলের আরেক শরিক দল এবি পার্টির নেতৃবৃন্দ।
বুধবার (৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের জামতলাস্থ মহানগর খেলাফত মজলিস কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১১ দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। নেতৃবৃন্দ বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গড়তে ১১ দলের প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই।
প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেন, ” এই ঐক্য আমাদের শক্তি। জনগণের বিপুল সমর্থনে আমরা এই আসনে বিজয়ী হয়ে নারায়ণগঞ্জের অবহেলিত জনপদের উন্নয়ন এবং সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত শহর উপহার দেব ইনশাআল্লাহ।”
বৈঠকে খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, সদর থানা নির্বাহী সদস্য- ফারুকুল ইসলাম প্রধান, কুয়েত আঞ্চলিক শাখার ইব্রাহিম খলিল এবং এবি পার্টির নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক শাহজাহান ব্যাপারী, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা সমন্বয়ক শরীফ হোসেন, মহানগর সদস্য সচিব টিপু সুলতান।




















