নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে বন্দর উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
এ উপলক্ষে বন্দর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন অ্যাডভোকেট আবুল কালামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি শুভেচ্ছা বার্তা প্রদান করেছে। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অ্যাডভোকেট আবুল কালাম একজন সৎ, সাহসী ও ত্যাগী নেতা। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় বন্দর উপজেলা ছাত্রদলের এই নেতা আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে ছাত্রদলের সকল নেতাকর্মী। ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন তারা।




















