আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় সমঝোতায় নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি ২০২৬ বুধবার রাত আটটায় জামায়াতের মিশনপাড়াস্থ মহানগর কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ দলের অন্যতম শরিক দুটি দলের নেতাদের মধ্যে এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় দলের নেতারা একে অপরের সাথে অত্যন্ত আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করেন। ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শিল্পনগরী নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকামুক্ত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দুই দলই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিষয়ে একমত হয়েছে। ১১ দলীয় যে সমঝোতা কেন্দ্রীয়ভাবে হয়েছে, সেটির প্রতিফলন হিসেবে স্থানীয়ভাবেও একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকাশ ঘটাতে এবং সাধারণ মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে উভয় দলই রাজপথে ও জনমতে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।
এসময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার, নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচএম নাসিরুদ্দিন, মুহাম্মদ জামাল হোসেন, কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দীন মুনীর, বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, নারায়ণগঞ্জ পূর্ব থানা আমীর মাওলানা হাবীবুর রহমান মল্লিক, প্রমুখ এবং খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, প্রমুখ।




















