ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী মো. মাকসুদ হোসেনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তার পক্ষে মনোনয়ন জমা দেন সহধর্মিনী নার্গিস মাকসুদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মাকসুদ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এই নির্বাচনের জন্য নিযুক্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা শিবানী সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মো. মাকসুদ হোসেনের পক্ষে তার সহধর্মিনী নার্গিস মাকসুদ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ উপস্থিত ছিলেন।



















