নারায়ণগঞ্জ শহরের রাসেল গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ায় কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে শহরের ১ নং রেলগেট এলাকায় গার্মেন্টসের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
শ্রমিকেরা জানান সকালে কাজে এসে তারা দেখেতে পান গার্মেন্টসটি বন্ধ করে দেয়া হয়েছে। এর থেকে তারা আর গার্মেন্টসে প্রবেশ করতে পারেননি। এর আগে গত ১৭ ডিসেম্বর করখানা কতৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা করে।
শিল্প পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশা জানান, গার্মেন্টস বন্ধ করার ফলে শ্রমিকরা গার্মেন্টসের গলিতেই অবস্থান নিয়েছে। অবস্থান কর্মসূচি পালন করছে তবে কোন ভাঙচুর বা গাড়ি চলাচলের সড়ক বন্ধ করেনি। প্রায় দু’শয়ের মতো শ্রমিক আমরা দেখতে পেয়েছি।




















