নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ নৌ-দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে ফতুল্লা লঞ্চঘাট ও গরুর হাট সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বালু বহনকারী বলগেটের সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বালুবাহী কার্গো নৌকাটি মুহূর্তের মধ্যে নদীতে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় জড়িত যাত্রীবাহী লঞ্চটির নাম ‘বোগদাদিয়া’। আকস্মিক এ সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নদীপাড়ে ভিড় জমে যায়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। তবে দুর্ঘটনায় হতাহত বা নিখোঁজের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।




















