বন্দরে চলমান ডেভিল হান্ট অপারেশন ফেজ-২ এর অংশ হিসেবে যুবলীগ নেতা জসিম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জসিম মোল্লা সাবেক ছাত্রলীগ নেতা ও মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কেওঢালা গ্রামের আক্কাস মোল্লার ছেলে। এরআগে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাস স্টান্ড ও কেওঢালা এলাকায় বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদের সালাম চেয়ারম্যানের অনুসারীরা ছাত্র-জনতার উপরে হামলা চালায়। যার নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা জসিম মোল্লা। অভিযোগ রয়েছে সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার উদ্দেশ্যে গুলি ছুঁড়েন জসিম মোল্লা।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোক্তার আশরাফ উদ্দিন
জানান, ডেভিলহান্ট অভিযানে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেভিল হান্ট ফেজ-টু অপারেশন চলমান থাকবে।



















