নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিতাস গ্যাসের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পশ্চিম হাজিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে People Worldwide Skills Development Pvt. Ltd. (Training Center), চমক মশার কয়েল ফ্যাক্টরি এবং মিমহো ফুড প্রোডাক্টস পরিদর্শন করা হয়। এর মধ্যে চমক কয়েল ফ্যাক্টরি ও মিমহো ফুড প্রোডাক্টসকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন তিতাস গ্যাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের সহকারী প্রকৌশলী মো. জাওয়ারুল মোরসালিন, মো. নজরুল ইসলাম এবং মো. শাহ আলম রনি।
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম হাজিপুর এলাকার চমক কয়েল ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করছে। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৯০ হাজার টাকা জরিমানা করে এবং বিভিন্ন মালামাল জব্দ করে।
একই অভিযানে মিমহো ফুড প্রোডাক্টসকেও অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির কিছু মালামাল জব্দ করা হয়েছে।
ভবিষ্যতেও অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তিতাস কর্তৃপক্ষ।



















