গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা চেয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাদ আসর নাসিক ২২নং ওয়ার্ডস্থ বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর ২২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পলাশের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা অহিদুজ্জামান সুজন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বন্দর থানা বিএনপির সভাপতি ও নাসিক ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব শাহেন শাহ আহমেদ উপস্থিত ছিলেন।
পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়, এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়, পাশাপাশি তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলের সার্বিক আয়োজনে ছিলেন এজাজ আহম্মেদ, শিশির খাঁন, বন্দর থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোবারক মাহমুদ পবন, এমদাদ হোসেন, জুয়েল ও মামুন।
এই মিলাদ ও দোয়ার আয়োজনে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন মির্জা জনি, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য পারভেজ খান, সদস্য মিনহাজ মিঠু, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আহম্মদ আলী, বন্দর থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোশারফ হোসেন মশু, যুগ্ম আহ্বায়ক সানজিদ আলম বেপারী, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন পিংকি, বন্দর থানা শ্রমিকদলের আহ্বায়ক লিটন, সদস্য সচিব গৌরব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা তাবারক বিতরণ করা হয়।



















