বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমিয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) থেকে কার্যকর হবে নতুন দাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি আগের দামের তুলনায় ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কম।
নতুন সমন্বয় অনুযায়ী:
২২ ক্যারেট: ২,২২,৭২৪ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট: ২,১২,৬৩৫ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট: ১,৮২,২৫০ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি: ১,৫১,৮০৭ টাকা প্রতি ভরি
বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যে ৫ শতাংশ সরকার-নির্ধারিত ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হেরফের হতে পারে।
এছাড়া, রুপার দামও কমানো হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী:
২২ ক্যারেট: ৫,৫৪০ টাকা প্রতি ভরি (৫২৫ টাকা কম)
২১ ক্যারেট: ৫,৩০৭ টাকা
১৮ ক্যারেট: ৪,৫৪৯ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৩৮৩ টাকা
গত বছর দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার বেড়েছিল, ২৯ বার কমানো হয়েছিল। রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার, বেড়েছিল ১০ বার, কমেছিল ৩ বার।



















