নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের আর্থিক তথ্য প্রকাশ পেয়েছে। নির্বাচন কমিশনে দাখিল করা নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার নামে কোনো বাড়ি, গাড়ি কিংবা উল্লেখযোগ্য স্থাবর সম্পদ নেই।
হলফনামার তথ্যে উল্লেখ করা হয়েছে, পেশায় আইনজীবী আব্দুল্লাহ আল আমিনের বার্ষিক আয় ৫ লাখ ৮৫ হাজার টাকা। তার নিকট নগদ অর্থ রয়েছে ১৮ লাখ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ২৭ লাখ ৭৮ হাজার ১৭ টাকা।
এছাড়া হলফনামায় আরও উল্লেখ করা হয়, তার স্ত্রীর নামে কোনো ধরনের স্থাবর বা অস্থাবর সম্পদ নেই। প্রার্থীর বিরুদ্ধে কোনো ঋণ বা দায়দেনার তথ্যও উল্লেখ করা হয়নি।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, সীমিত আয় ও স্বচ্ছ আর্থিক অবস্থান নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির এই প্রার্থী।
















